বগুড়া প্রতিনিধি,
বগুড়া সদরের গোকুল রংধনু আইডিয়াল স্কুলের আয়োজনে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু। নানা আয়োজনে উদ্যাপিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক তোফাজ্জল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম , ইউপি সদস্য রুমি বেগম, তহমিনা বেগম, হাজেরা বেগম, এমদাদুল হক দুলাল, সাজেদুল ইসলাম সুজন, অবসর প্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ফরিদ উদ্দিন, রফিকুল ইসলাম সাজু, নজমল হোসেন মজো, ইঞ্জিনিয়ার সোহেল রানা, আপেল, স্বপন, জেলা যুবলীগের সদস্য সাব্বির আহম্মেদ স্বরণ, রাজাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন যুবলীগ নেতা মেহেবুর রহমান মিতু সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।