ঘোষনা:
শিরোনাম :
নীলফামারী উত্তরণ নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত সাতক্ষীরায় ২০ মেট্রিক টন অপরিপক্ক আম জব্দের পর তা বিনষ্ট নীলফামারী সদর উপজলোর মনোনয়ন যাচাই শেষ, এক চেয়ারম্যান প্রার্থির মনোনয়ন অবৈধ নীলফামারীতে মহান মে দিবস পালিত নীলফামারীতে গচ্ছিত জামানত ও পি.এফ এর টাকা উদ্ধারের দাবীতে প্রোণ অফিস ঘেরাও। নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। নীলফামারী জলঢাকার পৌরসভায় নোভা বিজয়ী নীলফামারীর জলঢাকা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থির পক্ষে প্রচারণা, এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান।
নীলফামারীতে ভিশন ২০২১ আয়োজিত ছড়া ও কবিতা লিখন প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত।

নীলফামারীতে ভিশন ২০২১ আয়োজিত ছড়া ও কবিতা লিখন প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত।

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ভিশন ২০২১ আয়োজিত ছড়া ও কবিতা লিখন প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়। ৫০০ কবিতা ও ছড়া নিয়ে “আমরা করবো জয়” নামক বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর। রবিবার (০৮ই মার্চ) নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনারে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীত মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং মুজিববর্ষের লোগো দিয়ে অতিথিরা বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু কথা সাহিত্যিক আখতার হুসেন, আলম তালুকদার, নাট্যকার ও অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান কামরুল হাসান শায়েখ, শিশু সাহিত্যিক রমজান মাহমুদ, প্রথম আলোর উপ-সম্পাদক লাজ্জাত এনাব মহছি, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড ক্রিয়েটিভের সম্পাদক মাহবুব রেজা প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, নীলফামারী পেীর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু সহ আরো অনেকে। অনুষ্ঠানের ছড়া লিখন প্রতিযোগিতায় অংশগ্রহন করেছিল ৩১ হাজার ৮০০ ক্ষুদে শিক্ষার্থী। তাদের লেখা ৫০০ কবিতা ছড়া বাছাই করে “আমরা করবো জয়” নামক একটি বইয়ে ছাপানো হয় এবং সেই বইয়ের মোড়ক উন্মোচন করা হয় উক্ত অনুষ্ঠানে। ২০১৫ সাল থেকে এই প্রতিযোগিতার কাজটি করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন ভিশন ২০২১। অনুষ্ঠানে সংগীত পরিবেশন ও নানামুখী অভিনয় খুদে কবিদের মাতিয়ে তোলেন নাট্যকার ও অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি। এছাড়াও ঢাকা থেকে আসা যাদু শিল্পীদের যাদু প্রদর্শন উপভোগ করেন ক্ষদে কবিরা।অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান নুর বলেন, একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হলে সাহিত্য চর্চার গুরুত্ব অপরিসীম। আমাদের নীলফামারীতে অনেক সাহিত্য প্রেমী আছে, কিন্তু তাদের প্রতিভার বিকাশ ঘটানোর জন্য কার্যকরী প্রদক্ষেপ নেয়া হয়নি। তাই তাদের প্রতিভার বিকাশ ঘটানোর জন্য আমাদের এই আয়োজন। তাই শিক্ষাজীবন থেকে ভালো কাজে অংশগ্রহণ করতে পারলে ভবিষ্যতে তারা নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য সুনাম বয়ে আনবে, সেজন্য নীলফামারীতে অধ্যয়নরতদের শিক্ষার্থীদের মধ্য থেকে এই চর্চার শুরু করানো হয়েছে।ভিশন ২০২১ সংগঠনটির প্রধান সমন্বয়কারী ওয়াদদু রহমান জানান, নীলফামারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে ছড়া ও কবিতা। সেটি থেকে বাছাই করা ৫০০টি কবিতা-ছড়া ছাপানো হয়েছে “আমরা করবো জয়” নামক বইয়ে। ২০১৫ সালে থেকে শুরু করা হয়েছিল এই কাজটি। এবছর ২০১৯ সালে জমা হয়েছে ৩১ হাজার ৮০০। এসব কবিতা ছড়া লেখায় অংশ নিয়েছে জেলা সদরের ৪৪৫টি বিদ্যালয়ের প্রথম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী। অনুষ্ঠানটি সফল করতে ১৬ থেকে ১৮ হাজার ধারণ ক্ষমতার ওই অনুষ্ঠান স্থলে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয় ৬০০ জন। সফলভাবে অনুষ্ঠান শেষ করায় ওয়াদুদ রহমান সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST