মোঃ হরুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে বিদেশ ফেরত ১৬০ জনকে করোনা সন্দেহে হোমকোয়ারেইন্টেনে রাখা হয়েছে । আজ শনিবার সকালে নীলফামারী জেলা সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন রনজিত কুমার বর্মন সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস সংক্রমন এড়াতে বিদেশ ফেরত ১৬০ জনকে করোনা সন্দেহে হোমকোয়ারেইন্টেনে রাখা হয়েছে।গত চব্বিশ ঘন্টায় বিদেশ ফেরত ৩২ জনকে সনাক্ত করে হোমকোয়ারেইন্টাইনে রাখা হয়েছে।আজ ১২০ জনসহ মোট জানুয়ারী থেকে আজ পর্যন্ত জেলায় ১৬০ জনকে হোমকোয়ারেইন্টাইনে রাখা হয়েছে।তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে কোন রোগী জেলায় পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, হোমকোয়ারেইন্টেনে রাখা লোকজনদের পর্যবেক্ষন করছেন স্বাস্থ বিভাগের স্বাস্থ কর্মীরা। এর মধ্যে কোন ব্যক্তি করোনায় আক্রান্ত হলে তাদের পর্যবেক্ষণের জন্য স্বাস্থকর্মীদের ১০৬ টি পার্সোনাল প্রোটেক্ট ইকুইবমেন্ট(পি.পি.ই)রাখা হয়েছে। এছাড়াও নীলফামারী ৫ উপজেলার প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে সচেতনতা মূলক লিফলেট,হ্যান্ডবিল পোষ্টারসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এরই মধ্যে জেলা ব্যাপি স্বাস্থ্য বিভাগ ওর্য়াড ও ইউনিয়নে করোনা মোকাবেলায় কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ বিভাগ। নীলফামারী জেলার সদর হাসপাতালে হোমকোয়ারেইন্টেনের জন্য আলাদা ভাবে ৬৮টি বেট রাখা হয়েছে এবং প্রত্যেক উপজেলা হাসপাতালে ৫ টি করে বেড রাখা হয়েছে এবং জরুরী সেবা দেয়ার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ ইউনিয়ন পর্যায়ে ২ টি করে প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলে হোমকোয়ারেইন্টেন ব্যবস্থা চালূ করছে।