রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার,
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত ১০ দিনের সাধারন ছুটির সঙ্গে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে আইন শৃংখলা বাহিনীর সাথে সেনাবাহিনী। এতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ম আয়ের দিনমজুর ও শ্রমিকরা। অসহায় এসব মানুষকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে উদ্বুদ্ধ করতে নীলফামারীর ডোমারে নিম্মবিত্ত খেটে খাওয়া অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী, করোনা প্রতিরোধী সরঞ্জাম সাবান,মাস্ক,হেক্সিসলও নগদ অর্থ বিতরণ করছেন আনোয়ারা ফাউন্ডেশনের পক্ষে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও ডোমার প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান চয়ন ও উপজেলা ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা জিয়াউর রহমান। শুক্রবার দুপুরে আনোয়ারা ফাউন্ডেশনের পক্ষে নিজস্ব উদ্দ্যেগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জাতীয় পার্টির নেতাকর্মীদের মাধ্যমে ৫০টি পরিবারের মাঝে চাল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব খোরশেদ আলম। অপরদিকে ডোমার ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা জিয়াউর রহমান বৃহষ্পতিবার বিকেলে তার নিজ কার্যালয়ে ব্যাক্তিগত অর্থায়নে সাবান,মাস্ক,হেক্সিসলসহ নগদ অর্থ বিতরণ করেন।এই মহতি উদ্যোগের ব্যাপারে আনোয়ারা ফাউন্ডেশনের পক্ষে আসাদুজ্জামান চয়ন ও ডোমার খাদ্যগুদাম কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, নোভেল করোনা-১৯ ভাইরাসের কারনে মানুষ এখন ঘর থেকে বের হতে পারছেনা। কর্মজীবি মানুষরা হয়ে পরেছে কর্মহীন। অনেক পরিবার আছে করোনা প্রতিরোধী সরঞ্জাম সাবান,মাস্ক,হেক্সিসল,চাল,ডাল কেনার মতো সামর্থ নেই। এরকম কয়েকটি পরিবারকে আমরা সহযোগীতা করেছি। গরীর অসহায়,কর্মহীন মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।