ডিমলা (নীলফামারী) প্রতিনিধি,
নীলফামারীর ডিমলা উপজেলায় নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ইডকল সহযোগী সংস্থা সুবসতি’র উদ্দ্যোগে গরীব, দু:খী, অসহায় হতদরিদ্রদের মাঝে মাক্স, সাবান, করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের গণসচেতনতা মূলক লিপলেট ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।গতকাল সকাল থেকে সারাদিন ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩’শতাধীক মাক্স, ৩’শ জীবাণুনাশক সাবান ও ২’শত শুকনা খাবার হিসেবে পাউরুটি ও বিস্কুট বিতরণ করেছেন ইডকল সহযোগী সংস্থা সুবসতি ও ডিমলা মিউজিক একাডেমি। সুবসতি সংস্থাটির প্রতিনিধি ডিভিশনাল কো-অর্ডিনেটর মো: সুরুজ্জামান এর নেতৃত্বে বিতরনের সময় সার্বিক সহযোগীতায় ছিলেন ডিমলা মিউজিক একাডেমির পরিচালক আব্দুস সালাম ও স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলম রেজা। বিতরণ কার্যে একাত্বতা প্রকাশ করেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, সামাজিক দূরত্ব বজায় রাখার দায়ীত্ব পালন করতে আসা দু’জন সেনা সদস্য, উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন, পানি উন্নয়ন বোর্ডের কার্য-সহকারী খন্দকার বুলবুল আলম, উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।