রংপুর প্রতিবেদক ,
রংপুরে শুক্রবার রাতে নগরির জিএলরায় রোড ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে তাদেরকে আটক করা হয়।
আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, রংপুর নগরির ধাপ এলাকায় সৌদি প্রবাসী এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ ধাপ এলাকা ঘিরে রেখেছে। যেকোনো সময় ধাপ এলাকা লকডাউন হতে পারে। এমন মিথ্যে পোস্ট ফেসবুকে শেয়ার করে গুজব ছড়ায় আটককৃতরা।অভিযানে নগরির জিএলরায় রোড হতে একজন ও পরে বাকি ৪ জনকে গাইবান্ধার
সুন্দরগঞ্জ থেকে আটক করা হয়।