রংপুর প্রতিবেদক ,
রংপুর সদর উপজেলার সদ্যপুস্কিণী ইউনিয়নের জানকি ধাপের হাট এলাকায় আটটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই এলাকায় যেয়ে বাড়িগুলো লকডাউন করেন।
সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানিয়েছেন, ওই এলাকার পঞ্চাশউর্ধ এক ব্যক্তি গত রোববার ট্রাকে করে ঢাকা থেকে নিজ বাড়িতে আসার পথে বগুড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়। পরিক্ষার পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। খবর পেয়ে জামাতা তাকে দেখে শ্বশুর বাড়ি জানকি ধাপের হাটে অবস্থান করলে ওই বাড়িসহ আশেপাশের সাতটি বাড়ি লকডাউন করা হয়।আক্রান্ত ব্যক্তি ঢাকায় কাওরান বাজারের একটি সবজি বাজারে নৈশপ্রহরী হিসেবে ১০ বছর ধরে কাজ করতেন।