ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা  ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক।
বাল্য বিয়ে না দেয়ায়…জলঢাকায় চেয়ারম্যানকে ফাঁসাতে থানায় অভিযোগ

বাল্য বিয়ে না দেয়ায়…জলঢাকায় চেয়ারম্যানকে ফাঁসাতে থানায় অভিযোগ

জলঢাকা (নীলফমারী) প্রতিনিধি,
বাল্যবিয়ে দিতে রাজি না হওয়ায় নীলফামারীর জলঢাকায় এক ইউ’পি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগসহ তাকে ফাঁসাতে নানা কৌশল অবলম্বন করেছেন তার প্রতিপক্ষ গ্রুপ। সম্প্রতি একটি গ্রাম্য শালিসকে কেন্দ্র করে এ ঘটনার সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান সমর্থকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। ঘটনাটি উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের। এর প্রতিবাদ করে মীরগঞ্জ ইউ’পি চেয়ারম্যান হুকুম আলী খাঁন রোববার দুপুরে সাংবাদিকদের উদ্দেশ্যে একটি লিখিত বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে জানা যায়, গত ২৬ মার্চ রাতে মীরগঞ্জ ইউনিয়নের কালকেওট গ্রামে ছাইফুলের স্কুলপড়–য়া নাবালিকা মেয়ে একই এলাকার হাবিবের ছেলে জয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্কের জের ধরে বিয়ের দাবীতে ছেলের বাড়িতে অবস্থান নেন। বিষয়টি উভয়পক্ষ চেয়ারম্যানকে অবগত করলে তিনি ঘটনাস্থলে যান। এসময় ওই এলাকার ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের উভয় পক্ষের কথা শুনেন চেয়ারম্যান। তিনি বুঝতে পারেন তাদের মধ্যে পূর্বের সম্পর্ক ছিল। এদিকে মেয়ে পক্ষের পরিবারের লোকজন চেয়ারম্যানকে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার দাবী করেন। মেয়ে নাবালক হওয়ায় চেয়ারম্যান বিয়ে দিতে অপারগতা প্রকাশ করে আইনি ব্যবস্থা গ্রহণের কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাটি জানার জন্য থানায় অভিযোগকারী মেয়ের বাবা ছাইফুল ইসলামের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অপরদিকে ইউপি চেয়ারম্যান হুকুম আলী খাঁন বলেন,আমি আইনের দিক বিবেচনা করে অভিযুক্ত ওই ছেলের সঙ্গে নাবালিকা মেয়েটির বাল্যবিয়ে না দেওয়ায় হয়েছে আমার অপরাধ। তার জন্য প্রতিপক্ষ এই সুযোগকে কাজে লাগিয়ে এমন ষড়যন্ত্র চালাচ্ছেন এবং শুনেছি আমাকে জড়িয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম বলেন, চেয়ারম্যানের নামসহ একটি অভিযোগ পেয়েছি,তদন্ত চলছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST