সাতক্ষীরা প্রতিনিধি,
সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিঃশর্ত মুক্তিসহ গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের কণ্ঠরোধের চেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা নিউ মার্কেটস্থ শহীদ স.ম আলাউদ্দিন চত্ত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এতে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, সারাদেশে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানির পাশাপাশি গ্রেফতার করা হচ্ছে। যা স্বাধীন গণমাধ্যমের অন্তরায়। বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধন কর্মসূচিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কালাম আজাদ, প্রেসক্লাব সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন প্রমূখ।