খুলনা প্রতিবেদক ,
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও দুই নারীর করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার ১৭২ জনের নমুনা পরীক্ষার পর দুইজনের করোনা ধরা পড়ে।করোনা বিষয়ক মুখপাত্র জুনিয়র কনসালট্যান্ট ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে।নতুন করোনা আক্রান্তরা হলেন-বাগেরহাটের কচুয়া উপজেলার এক নারী ও খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা আরেক নারী।
খুমেকের করোনা বিষয়ক মুখপাত্র জুনিয়র কনসালট্যান্ট ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ১৭২টি পরীক্ষার মধ্যে ৬৯টি ছিল খুলনার। বাকি তিনজনের নমুনা ছিল অন্য জেলার।
স্থানীয় সূত্র জানায়, খুলনার দিঘলিয়ার বাসিন্দা সম্প্রতি ঢাকা থেকে এসেছেন। রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে এসে নমুনা দেন। নমুনা দিয়েই তিনি বাড়িতে চলে যান। তবে তার বিষয়ে কিছু জানেন না দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান।
উল্লেখ্য, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এ পর্যন্ত ৩ হাজার ২১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।