ঘোষনা:
শিরোনাম :
নীলফামারী উত্তরণ নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত সাতক্ষীরায় ২০ মেট্রিক টন অপরিপক্ক আম জব্দের পর তা বিনষ্ট নীলফামারী সদর উপজলোর মনোনয়ন যাচাই শেষ, এক চেয়ারম্যান প্রার্থির মনোনয়ন অবৈধ নীলফামারীতে মহান মে দিবস পালিত নীলফামারীতে গচ্ছিত জামানত ও পি.এফ এর টাকা উদ্ধারের দাবীতে প্রোণ অফিস ঘেরাও। নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। নীলফামারী জলঢাকার পৌরসভায় নোভা বিজয়ী নীলফামারীর জলঢাকা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থির পক্ষে প্রচারণা, এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান।
ডিমলায় শ্লীলতাহানীর শিকার হয়ে বিচারের জন্য দ্বারে-দ্বারে গৃহবধু ।

ডিমলায় শ্লীলতাহানীর শিকার হয়ে বিচারের জন্য দ্বারে-দ্বারে গৃহবধু ।

 

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
এক প্রভাবশালীর শ্লীলতাহানীর শিকার হয়ে বিচারের জন্য দ্বারে-দ্বারে ঘুরছে দুই সন্তানের জননী এক গৃহবধু। ওই গৃহবধু নীলফামারীর ডিমলা উপজেলার পুর্বছানাই ইউনিয়নের ৯-নং ওয়ার্ডের ছাতনাই গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

আজ বৃহস্পতিবার (২১-নভেম্বর) শ্লীলতাহানীর শিকার গৃহবধুর বলেন, গত মঙ্গলবার ১৯-নভেম্বর ভোর বেলা বাড়ি পাশের পুকুরে গোসল করতে গেলে গোসলের পুর্বে কিছু কাপড়-চোপরে সাবান লাগিয়ে কাঁচ্ছিলাম, এমতাবস্থায় একই এলাকার বসবাসরত আকরাম আলীর ছেলে মোজাম্মেল হক (৫০) হঠাৎ পাশে দাড়িয়ে কু-প্রস্তাব দিয়ে আমাকে জড়িয়ে ধরে এবং শ্লীলতাহানীর চেষ্টা করে।
তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আত্মচিৎকার করলে তাৎক্ষনিক আমার মুখ-মন্ডল চেপে ধরে বলে, যদি এ বিষয়ে কাউকে কিছু বলিস তাহলে তোর ভিষন ক্ষতি হবে। এর পর দ্রæত খবরটি ছড়িয়ে পরে এলাকায়। গৃহবধু আরো বলেন, সম্মান আর জীবনের নিরাপত্তা চেয়ে প্রথমে জামায়াতবাসীর নিকট বিচার দাবী করি।
পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট বিচার দাবী করলে প্রকাশ্যে বিচার মানতে রাজি হননি মোজাম্মেল হক। এভাবে কেটে গেলো তিনদিন তিনরাত এলাকাবাসীর মাধ্যমে বিচার না পেয়ে অবশেষে ২১-নভেম্বর সকালে অত্র ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খানকে উপরোক্ত ঘটনা জানিয়ে বিচার দাবী করি।
অভিযুক্ত ব্যক্তি মোজাম্মেল হকের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, হ্যাঁ আমি আমার বাড়ির পাশে ভোরে পুকুরের ধাঁরে গেলে ওই মহিলার সাথে দেখা হয় এবং কথাও হয়। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তা ভিত্তিহীন।
পুর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, শ্লীলতাহানীর শিকার ওই গৃহবধু শ্লীলতাহানীর বিষয়ে আমাকে অবগত করলে আমি তাকে অভিযুক্ত মোজাম্মেল হকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পত্র দিতে বলি। অভিযোগ পত্র দিলে আমি ব্যবস্থা গ্রহণ করব।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST