ষ্টাফ রির্পোটার,
নীলফামারীর কাজির হাটের সোহাগ ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠারনর পাশে একটি কক্ষে এক এনজিও কর্মকর্তার মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠাণ থেকে ৫লক্ষাধীক টাকা চুরির ঘটনাও ঘটে।আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সন্ধ্যায় রংপুর সিআইডির ক্রাইম সিন ইউনিট তালা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, মুহিদুল ইসলাম একটি এনজিওর ক্ষুদ্র ঋন প্রকল্পের কাজিরহাট শাখার ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন । তিনি নওগা জেলার মান্দা উপজেলার বিঞ্চুপুর গ্রামের আব্দুল গণীর ছেলে। গত ২বছর থেকে তিনি ওই কক্ষে ভাড়ায় থাকতেন।
আজ মঙ্গলবার দুপুরের দিকে মুহিদুল ইসলাম ওই কক্ষে বিশ্রাম নিতে যান। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠাণের মালিক ইসাহাক আলী সোহাগও দোকান বন্ধ করে বাসায় যান। বিকেল ৪টার দিকে ফিরে এসে দোকান খুলে দেখতে পান ক্যাশ বাক্স খোলা। পরে দোকানের পিছনের খোলা দরজা দিয়ে উকি মেরে দেখেন তার ভাড়াটের রক্তাত্ত দেহ মেঝেতে পড়ে আছে। এ সময় তার চিৎকারে লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান বলেন,এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এ ঘটনাটি কারা ঘটিয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানালেন তিনি।