আতিকুল ইসলাম ,নীলফামারী ,
নীলফামারী-সৈয়দপুর সড়ক প্রসস্থকরণ ও মজবুতিকরণ প্রকল্পের অধিগ্রহনকৃত জমি আর অবকাঠামোর ক্ষতিপুনের দাবীতে ১ঘন্টা ওই সড়ক অবরোধ করে রাখে ক্ষতিগ্রস্থরা। আজ শনিবার সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত দারোয়ানীর পিলার নামক স্থানে অবরোধের সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
১৩/২০১৭-১৮ এল এ কেসের আওতায় এ সড়কে ৯০ভাগ কাজ শেষ হলেও ক্ষতিগ্রস্থরা গত ১০মাস থেকে বার বার জেলা প্রশাসক কার্যালয়ে ধর্না দিয়েও ক্ষতিপুরনের টাকা পায়নি। পরে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নুর ঘটনাস্থলে এসে দ্রুত ক্ষতিপুরনের টাকা প্রদানের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।