স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন নীলফামারী -৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ, বাহাগিলী ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান শাহ্, জাতীয় পার্টির উপজেলা আহŸায়ক ও এমপি প্রতিনিধি মোঃ রেজাউল আলম স্বপন প্রমুখ। মেলায় ২৩ স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করেছেন।