মো: হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার ,
নীলফামারী ১০ কুন্দুপুকুর ইউনিয়নে মুজিব জন্মশতবর্ষকে ঘিরে আওয়ামীলীগকে আরও শক্তিশালি করতে মো:মোস্তাগীর রহমান বাবলা হায়দারের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামীলীগ, কুন্দুপুকুর ইউনিয়ন শাখার আয়োজনে বর্ধিত সভার আয়োজন করেন। শুক্রবার বিকেলে সখের বাজার মাহাতাব উদ্দিন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মাঠে সভার আয়োজন করা হয়। জয় বাংলা জয় বঙ্গ বন্ধু, স্লোগানে স্লোগানে সভার মাঠকে মুখরিত করে কুন্দুপুকুর ইউনিয়নের নেতা কর্মী।প্রথম অধিবেশনে প্রধান অতিথি মো:আবুজার রহমান,সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগ,উপজেলা শাখা,নীলফামারী ও প্রধান বক্তা মো: ওয়াদুদ রহমানকে,সধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ,উপজেলা শাখা,নীলফামারী হাতে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানায়।শভায় ইউনিয়নের প্রতি ওয়ার্ডের সভাপতি,সাধারন সম্পাদক সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের ইউনিয়ন সভাপতি মো:ওবায়দুল ইসলাম,ইউনিয়ন মহিলা বিষয়ক সম্পাদিকা সপ্না রানী রায়. মো:মোস্তাগীর রহমান বাবলা হায়দার,ইউনিয়ন সভাপাতি, বাংলাদেশ আওয়ামীলীগ, কুন্দুপুকুর ইউনিয়ন, শেখ মো:গোলাম রব্বানী, ইউনিয়ন সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ। কোন রাজনৈতিক দিক নয় বরং এলাকার কোথায় উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এ প্রসঙ্গে কথা বলতে বলেছেন প্রধান বক্তা মো: ওয়াদুদ রহমান।ওয়ার্ড নেতা কর্মীরা নিজের এলাকাকে সুগঠিত করতে পেরেছেন এবং আরও শক্তিশালী করার লক্ষে দৃঢ়ভাবে কাজ করবেন বলে জানায়, আবার কিছু কিছু এলাকার উন্নয়ন হয়নি বলে জানান ওয়ার্ড নেতা কর্মীরা।মো: নুর ইসলাম, সাধারন সম্পাদক, ৭নং ওয়ার্ড, কুন্দুপুকুর ইউনিয়ন বক্তব্যে বলেন ৭নং ওয়াডর্কে সুগঠিত রাখতে পেরেছি এবং দলকে আরও শক্তিশালী করার লক্ষে দৃঢ়ভাবে কাজ করবো।ওয়ার্ড বক্তব্য শেষে মো: ওয়াদুদ রহমান ওয়ার্ড বক্তাদের সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও বলেন আমি সচ্ছল ভাবে আমার দলকে চালাতে চাই,এমন কোন অবাঞ্চনীয় আফিল নিয়ে আমার কাছে আসবেন না যাতে দলের ভাবমুর্তি নষ্ট হয়। সংগঠনকে আরও শক্তিশালি করার লক্ষে ইউনিয়নের ৯ ওয়ার্ডকে নয় ভাগে ভাগ করে দিয়ে কাজ করার জন্য বিশেষ গুরুত্বে বলেন। এবং প্রতি মাসে ইউনিয়ন ভিত্তিক বর্ধিত সভার আয়োজন করবেন,এলাকার উন্নয়ন,সংগঠন শক্তিশালি হয়েছে কি না খোজ খবর এবং পরামর্শ দিবেন বলে জানায়।মো:আবুজার রহমান বলেন সুবিধা বাদী নেতা বা নেতৃ চাই না,যারা আওয়ামীলীগকে ভালোবেসে কাজ করবে এরকম নেতা বা নেতৃ চাই।তিনি সংগঠনকে শক্তিশালী করতে বিশেষ ভাবে নারীদের এগিয়ে আসতে বলেছেন এবং কঠোর ভাবে কাজ করতে বলেছেন। এছাড়াও ইউনিয়নের আরও অন্যান্য নেতা কর্মী উপস্থিত থেকে বর্ধিত সভাকে সফল করেছে।