ক্রীড়া প্রতিবেদক,
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল উপলক্ষে গ্যাজপ্রমের পৃষ্ঠপোষকতায় মাদ্রিদে অনুষ্ঠিত হবে খুদে ফুটবলারদের উৎসব। চার দিন ব্যাপী ( ২৮ মে-২ জুন) এ উৎসবে বাংলাদেশ থেকে সেখানে অংশগ্রহণ করবে তিন ফুটবলার।চ্যাম্পিয়নস লিগ ফুটবলের ফাইনাল’ শুনলেই রোমাঞ্চ জাগে মনে। বিশ্বের বাঘা বাঘা ফুটবলারদের দেখা যায় যে মঞ্চে, সেটি তো রোমাঞ্চ জাগাবেই। এবার চ্যাম্পিয়নস ফুটবলের ফাইনাল মাঠে বসে দেখার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশের তিন খুদে ফুটবলার। ১ জুন স্পেনের রাজধানী মাদ্রিদের এস্তাদিও মেট্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল। ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে কোন দুইটি দল মাঠে নামবে, তা এখনো নিষ্পত্তি হয়নি। কিছুদিনের মধ্যে শুরু হবে শেষ আটের লড়াই।ফাইনালে যারাই খেলুক, গ্যালারিতে বাংলাদেশের তিন খুদে ফুটবলার থাকছে নিশ্চিত। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল উপলক্ষে গ্যাজপ্রমের পৃষ্ঠপোষকতায় মাদ্রিদে অনুষ্ঠিত হবে চার দিন ব্যাপী খুদে ফুটবলারদের উৎসব। মে মাসের ২৮ তারিখ শুরু হওয়া সে উৎসবে অংশগ্রহণ করার কথা রয়েছে ফিফার সদস্যভুক্ত ২১০টি দেশের অনূর্ধ্ব-১২ ফুটবলারদের। বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তিন ফুটবলারকে (ছেলে বা মেয়ে)। আয়োজকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে শর্তও—তিনজনের একজনকে হতে হবে গোলরক্ষক, বাকি দুজন ডিফেন্ডার ও মিডফিল্ডার।খেলোয়াড় নির্বাচন করার জন্য আজ বাছাইয়ের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন( বাফুফে)। এখনো চূড়ান্ত হয়নি, কারা হতে যাচ্ছে সেই তিন ভাগ্যবান। এর আগে রাশিয়া বিশ্বকাপ ও কনফেডারেশন কাপ উপলক্ষেও বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছিল দুজন।