ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের
দ্বন্দ্ব ভুলে এক হলেন চলচ্চিত্রের ১৮ সংগঠন

দ্বন্দ্ব ভুলে এক হলেন চলচ্চিত্রের ১৮ সংগঠন

বিনোদন প্রতিবেদক,
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের মধ্যে দীর্ঘদিনের ভুল-বোঝাবুঝি ও দ্বন্দ্বের অবসান ঘটলো। এখন সবাই মিলে চলচ্চিত্রের স্বার্থে এক হয়ে কাজ করবেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে সব সংগঠনের নেতারা এই সিদ্ধান্তে ঐকমত্যে আসেন।

এই দ্বন্দ্বের শুরু গত বছর করোনা মহামারির সময়। দেশে যখন করোনা থেকে সবাই বাঁচার উপায় খুঁজছেন ঠিক তখনই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করেছিল চলচ্চিত্রের ১৮টি সংগঠন। বছরজুড়ে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত ছিলেন সংগঠনগুলো।

মূলত চলচ্চিত্র প্রযোজক সমিতির নেতারা শিল্পী সমিতির দুই নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের বয়কট করেন। এবার সেই বয়কট তুলে নিয়ে এক হলো চলচ্চিত্রের ১৮ সংগঠন। দীর্ঘ এক বছর পরে নিজের মধ্যে সমঝোতার জন্য আবেদন করে চলচ্চিত্র শিল্পী সমিতি। তার পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র পরিচালক সমিতি সবাইকে এক করার উদ্যোগ নেয়।

এ প্রসঙ্গে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘আমাদের মধ্যে কিছু ভেদাভেদ ছিল। আমরা সবাই বসে মিলিত হয়ে গেছি। এক জোট হয়ে এখন ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমাদের ১৮টি সংগঠনের প্রায় সবাই চাইছেন চলচ্চিত্রকে এগিয়ে নিতে। কিন্তু নিজেদের মধ্যে বিরোধ থাকলে কখনোই এটা সম্ভব নয়। অবশেষে সব দ্বন্দ্বের অবসান হয়েছে।’

জায়েদ খান বলেন, ‘এখন আর আমাদের মধ্যে কোনো দূরত্ব, ভুল-বোঝাবুঝি নেই। চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। এখন সবাই এক লক্ষ্যে কাজ করব। এই ঐক্য আমরা বজায় রাখব।’

এ সময় চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতিসহ ১৮ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন রাজু, মনোয়ার হোসেন ডিপজল, শাহীন সুমন, মাসুম বাবুল, রুবেল প্রমুখ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST