আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ,নীলফামারী, গ্রাম-বাংলার অতিপরিচিত ও জনপ্রিয় সবজি ঝিঙে।সবজির পাশাপাশি ফুলে ফুলে প্রকৃতি সাজাতে ঝিঙে ফুলের জুড়ি নেই।নীলফামারীর কিশোরগঞ্জে এ সবজির চাষ মূল জমিতে নয়। বাড়তি (ফাও)আবাদ হিসেবে বানিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে আদা ক্ষেতের বেড়ায়,সড়কের ধারে,জমির সিমানা আইলে বাঁশের কঞ্চি,আগালিতে,বসতবাড়ির আনাচে-কানাচে,মাচা পদ্ধতিতে।সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,কৃষকের ওই সব ক্ষেতে ক্ষেতে বিস্তারিত.....